ViralNews24

ViralNews24

গ্রাহকদের দুঃসংবাদ দিলো টেলিটক

গ্রাহকদের অধিকতর উন্নত ও সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা দেয়ার লক্ষ্যে নেটওয়ার্ক আপগ্রেডের কাজ করছে রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড।

আজ রোববার (২২ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে টেলিটক কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি এ বিষয়ে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। একইসঙ্গে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছে।

আপগ্রেড কার্যক্রমের অংশ হিসেবে আগামী মঙ্গলবার (২৪ জুন) রাত ১২টা ১ মিনিট থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত সব ধরনের রিচার্জ সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে মোবাইল অপারেটরটির।

উল্লেখ্য, টেলিটক বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত এবং একমাত্র দেশীয় মালিকানাধীন মোবাইল ফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মালিকানাধীন একটি পাবলিক লিমিটেড কোম্পানি। ডিসেম্বর ২০২৩ অনুযায়ী, দেশের চতুর্থ বৃহৎ মোবাইল ফোন অপারেটর টেলিটক, যার গ্রাহক সংখ্যা ৬৪ লাখ ৬০ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *