সম্প্রতি নির্মিত হলো এক খণ্ডের নাটক ‘শেষ ভালোবাসা’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারজানা মেহমুদ উপমা। মেজবাহ শিকদারের পরিচালনায় নির্মিত নাটকটি ঢাকা শহরের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করা হয়।
নাটকের গল্পে উপমা একটি উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করে। বাবা-মা তাকে সময় না দেওয়ার কারণে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে একসময় নেশার জগতে প্রবেশ করে উপমা এবং নেশার কারণে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দূরত্ব তৈরি হয়। অপরদিকে পড়ালেখায় অনিয়ম এবং পরিবারের সঙ্গে তার দূরত্ব দিনে দিনে বেড়েই চলে। ফলশ্রুতিতে তাদের সঙ্গে সম্পর্কের চরম অবনতি ঘটে। একটা পর্যায়ে বাসা ছেড়ে বন্ধুর বাসায় গিয়ে ওঠে। কিন্তু নেশার টাকা জোগানোর জন্য বন্ধুরা তাকে অনৈতিক কাজে বাধ্য করে। নেশায় এতোটাই মগ্ন ছিল নেশার টাকা জোগাতে উপমা সব ধরনের অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ে। বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে যায় তার। এভাবেই নেশার রাজ্যে হারিয়ে যাওয়া উপমার জীবন অন্ধকারে হারিয়ে যায়। তারপর চূড়ান্ত পরিনতির দিকে এগিয়ে যায় গল্প।
উপমার বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেন অভিনেতা এরফান অনিক।
গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা উপমা বলেন, নাটকের গল্প আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। একটি নেশাগ্রস্ত মেয়ের চরিত্রে অভিনয় করাটা অনেক চ্যালেঞ্জিং মনে হয়েছে। তবে খুবই ভালো লেগেছে। নেশা কীভাবে মানুষের স্বাভাবিক জীবনকে, পরিবারকে ধ্বংস করে দেয় তা এই নাটকের গল্পে তুলে ধরা হয়েছে। নেশা যে কতোটা বিধ্বংসী তার পরিষ্কার মেসেজ রয়েছে ‘শেষ ভালোবাসা’ নাটকে। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে। এই নাটকটি আমার করা সেরা নাটকের তালিকায় থাকবে বলে আমার বিশ্বাস।
প্রসঙ্গত, এ যাবৎ অর্ধশতাধিক নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন উপমা। আমি তোমাকেই ভালোবাসি, মেট্রোপলিটন বিভ্রম, অ্যাডালথুড, নিয়তির খেলা, সুপার গার্ল ওয়েব সিরিজসহ অসংখ্য নাটকে কাজ করেছেন তিনি।
Copied from: rtvonline













Leave a Reply