বিমানে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে তরুণী চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের সেলফি নিয়েই দিনভর নানা আলোচনা-সমালোচনা ছিল। দু’জনের সেলফি নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে নানা গল্পও রটেছে। রোববার (১ জুন) রাতে ফেসবুক ভেরিফায়েড পেজে শাকিবের সঙ্গে দুটি ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশন দেন, ‘লাভ লাভ’। এরপরই শুরু হয় যত চর্চা।
দুই তারকাকে নিয়ে অনেকেই আবার বিয়ে পর্যন্ত খবর রটিয়েছেন। তবে দিনভর এ নিয়ে যখন নানা চর্চা, তখন বিষয়টি স্পষ্ট করলেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। তিনি সবাদমাধ্যমকে বলেন, শুধু সেলফি। আমরা যে দিনভর আড্ডা দিলাম, এর কী হবে?
সেলফি নিয়ে দিনভর নানা চর্চা সম্পর্কে এ অভিনেত্রী বলেন, কিছু একটা তো হবে, তা না হলে কেন কলকাতায় আসব? এখনই কিছু বলতে চাচ্ছি না। সময় হলেই সব জানতে পারবেন।
এদিকে জানা গেছে, চিকিৎসার জন্য মুম্বাই গিয়েছিলেন মিষ্টি জান্নাত। সেখান থেকে কলকাতায় গিয়ে শাকিব খানের সঙ্গে দেখা করেন। কিন্তু নায়কের সঙ্গে সেলফিসহ বিভিন্ন খবর দেখে অনেকটাই বিরক্ত তিনি। এ ব্যাপারে বলেন, দেখলাম কেউ কেউ নিউজ করেছে, আমি নাকি দূর থেকে তাকে দেখে দৌঁড়ে গিয়েছি, অনুরোধ করে ছবি তুলেছি। আর সেই ছবি ফেসবুকে পোস্ট করে আলোচনায় থাকতে চেয়েছি। তিনি তো মেগাস্টার, তার ক্যারিয়ার ২৫ বছরের। আমার নিজের বয়স ২৭ চলে। আমি তো তার সঙ্গে ছবি তুলতেই পারি।
লাস্যময়ী সুন্দরী এ অভিনেত্রী বলেন, আগেও আমাদের সম্পর্ক ভালো ছিল। মাঝে একটি বিষয় ভাইরাল হলো, তাতে সম্পর্ক খারাপ হয়নি। আপনারা চাইলে শাকিব খানকে জিজ্ঞাসা করতে পারেন। শুধু সেলফি দেখেই এসব সংবাদ করে, অথচ আমরা যে সারারাত আড্ডা দিলাম, সেসবের কী হবে? তার ড্রাইভার যে আমায় বাসায় পৌঁছে দিলো, এর কী হবে? আসলে এসব চর্চায় আমাদের সম্পর্ক খারাপ করা যাবে না।
Leave a Reply