সম্প্রতি শরীয়তপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সে ঘটনায় এবার জনপ্রশাসন মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে।
গতকাল সোমবার (২৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়। সাবেক ডিসির শৃঙ্খলা পরিপন্থী আচরণের সত্যতা যাচাইয়ের জন্য তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়।
জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে থাকবেন জনপ্রশান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নূরুল হক। এ ছাড়া এ কমিটির সদস্যসচিব হিসেবে কাজ করবেন মন্ত্রিপরিষদ বিভাগের একজন যুগ্ম সচিব।
গত শুক্রবার (২০ জুন) সকাল থেকে শরীয়তপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের স্পর্শকাতর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
এ বিষয়ে সর্বপ্রথম ফেসবুকে পোস্ট দেন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর। তিনি জেলা প্রশাসকের সঙ্গে তোলা ওই নারীর একটি ছবি দিয়ে তাতে লেখেন, ‘শরিয়তপুরের ডিসি মো. আশরাফ উদ্দিন। একজন জনগুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি।
উনি এই ছবিগুলো নিজেই খুশি মনে তুলেছেন। ভিডিও করেছেন। ছবির ওনাকে (ওই নারীকে) বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। এখন বিয়ে না করে হুমকি দিচ্ছেন। ওনার কোলে তোলার গল্পের খানিকটা কমেন্টের টেলিগ্রাম চ্যানেলে দেয়া আছে।
Leave a Reply