তেহরান থেকে প্রচারিত এক দাবিতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইএনএন জানিয়েছে, কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সফল হামলার’ পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, মঙ্গলবার চ্যানেলটি এক সরকারি বিবৃতি পড়ে শোনায়, যেখানে উল্লেখ করা হয়—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি যুদ্ধবিরতির জন্য ‘মিনতি’ করেছিলেন।
ইরানের রাষ্ট্রীয় চ্যানেলটি আইআরজিসি-এর ভূমিকার প্রশংসা করে ইরানিদের প্রতিরোধকে ‘গর্বের প্রতীক’ হিসেবে আখ্যায়িত করে। তবে এই দাবির বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানিয়েছেন, ‘ যুদ্ধবিরতি (ইরান ও ইসরায়েলের মধ্যে) এখন কার্যকর হয়েছে। দুই দেশের উদ্দেশে তিনি বলেন, ‘দয়া করে, কেউ এটা লঙ্ঘন করবেন না।’
ইসরায়েল ও ইরানের কিছু গণমাধ্যমও যুদ্ধবিরতির খবর দিয়েছে। এর আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ‘ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প বলেছেন, এই অঞ্চলের শান্তি, সমৃদ্ধি এবং প্রগতির জন্য দেশ দুটি আমার কাছে যুদ্ধবিরতির জন্য বলা হয়েছে।
Leave a Reply