ViralNews24

ViralNews24

এক ক্যারিবিয়ান ক্রিকেটারের বিরুদ্ধে ১১ নারীর ধর্ষণের অভিযোগ

ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে ওয়েস্ট ইন্ডিজের একজন তারকা ক্রিকেটারের বিরুদ্ধে। আবার সেই অভিযোগ একজন-দুইজন নয় বরং ১১ জন নারী করেছেন। তার বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিপীড়ন এবং যৌন হয়রানির অভিযোগ তুলেছেন ১১ জন নারী, এমনটাই দাবি করেছে ক্যারিবিয়ান মিডিয়ার একাধিক সূত্র।

স্পোর্টম্যাক্স টিভি-র একটি ভিডিও রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত ক্রিকেটার গায়ানার বাসিন্দা এবং বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের অংশ। রিপোর্টে দাবি করা হয়েছে, কমপক্ষে ১১ জন নারী, যাদের মধ্যে একজন কিশোরীও রয়েছেন, ওই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। যদিও এখন পর্যন্ত ওই ক্রিকেটারের বিরুদ্ধে কোনও আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) দায়ের করা হয়নি।

এই খবরটি প্রথম উঠে আসে গায়ানাভিত্তিক সংবাদপত্র কেইটার স্পোর্টস-এর প্রতিবেদনে। সেই রিপোর্টে লেখা হয়, ‘অন্তত ১১ জন মহিলার কাছ থেকে শুনেছি, যারা দাবি করেছেন যে, ওই ক্রিকেটার তাদের ধর্ষণ করেছেন, যৌন হেনস্তা করেছেন অথবা তাদের অনিচ্ছাকৃত যৌন আগ্রহের মুখোমুখি করেছেন।’ স্পোর্টম্যাক্স টিভি-র ভিডিও রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ওই ক্রিকেটারের কাজকর্ম আড়াল করার চেষ্টাও হয়েছে।

রিপোর্ট অনুসারে, স্পোর্টম্যাক্স টিভি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রশ্ন পাঠায়-তারা এই ঘটনাটি জানে কিনা, কোনও তদন্ত চলছে কিনা এবং সত্যিই কি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে? বোর্ড সভাপতি কিশোর শ্যালো এই প্রশ্নে বলেন, ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই বিষয়ে অবগত নয় এবং তাই এই মুহূর্তে মন্তব্য করার অবস্থানে নেই।’

বিষয়টি নিয়ে অভিযুক্তদের মধ্যে একজনের পক্ষ থেকে আইনজীবী নাইজেল হিউজেস-এর সঙ্গে দুই বছর আগে যোগাযোগ করা হয়েছিলো।হিউজেস দাবি করেছেন, অভিযুক্ত ক্রিকেটার ২০২৪ সালের জানুয়ারিতে গ্যাবায় অস্ট্রেলিয়াকে হারানো সেই ঐতিহাসিক টেস্ট দলে ছিলেন।

হিউজেস আরও বলেন, ভুক্তভোগীরা এখন পর্যন্ত কোনও ফৌজদারি মামলা করেননি। অস্ট্রেলিয়া সফর শেষে খেলোয়াড়টি গায়ানায় ফিরলে বিষয়টি ধীরে ধীরে চুপচাপ হয়ে যায়, কিন্তু সাম্প্রতিক দিনেও এই বিষয়ে তদন্তের চেষ্টা হয়েছে। তিনি বলেন, ‘ওই খেলোয়াড় গায়ানায় ফেরার সময় একজন নায়কের মতো সংবর্ধনা পেয়েছিলেন।’

উল্লেখ্য, এই ঘটনায় এক গভীর বিতর্ক তৈরি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছু প্রমাণ বা মামলা সামনে আসেনি। কিন্তু ক্যারিবিয়ান মিডিয়ার বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *