ViralNews24

ViralNews24

ইসলাম গ্রহণ করেছেন জাপানি পর্ন তারকা লিল

জাপানি বংশোদ্ভূত সাবেক পর্ন তারকা রে লিল ব্ল্যাক (আসল নাম: কায়ে আসাকুরা) ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এক সময়কার জনপ্রিয় এই প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র অভিনেত্রী ঘোষণা দিয়েছেন, তিনি তার পুরনো জীবন পরিত্যাগ করে এখন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নতুন জীবন শুরু করেছেন।

মালয়েশিয়ায় এক সাক্ষাৎকারে রে জানান, ব্যক্তিগত আত্মচিন্তা এবং অভ্যন্তরীণ শান্তির খোঁজ তাকে ইসলামের পথে নিয়ে এসেছে। তার মতে, এই যাত্রা শুরু হয়েছিল গত বছরের আগস্টে, যখন তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুর সফরে যান এবং স্থানীয় কয়েকটি মসজিদ পরিদর্শন করেন।

‘মসজিদে গিয়েছিলাম, মুসলমানদের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাকে খুব আন্তরিকভাবে গ্রহণ করে। মনস্তাত্বিক পরিবর্তন আসে। তখনই ভাবলাম, ‘এই মানুষগুলো এত ভালো, তাদের সংস্কৃতি বুঝে নেওয়া উচিত,’ বলেন তিনি। নিজেকে সিঙ্গাপুরীয় পডকাস্টে পরিচয় দেন তিনি।

লিলের দাবি, তার জীবনে টাকা-পয়সা, খ্যাতি-যশ কোনও কিছুরই অভাব ছিল না। তবুও মন খালি খালি লাগত।
এই শূন্যতা ঘোচানোর জন্যেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি তার। তার দাবি ২০২৪ সালে ধর্মান্তরিত হওয়ার পর থেকেই আল্লাহর সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে। নিজের নাম বদলে নূরে ইস্তেকবাল রেখেছেন তিনি।

কিছুদিন আগেই কুয়ালালামপুরের শ্রী সেন্দায়ান মসজিদের সামনে বোরখা পরে রমজানে অংশ নিতে দেখা গিয়েছিল তাঁকে। সেই ভিডিও এবং ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এমনকী নিজের ‘পাপ’ স্খলনের জন্য তিনি বোরখা পরা এবং রোজাও রাখাও শুরু করেছেন বলে দাবি করেছেন প্রাক্তন পর্ন তারকা।

বর্তমানে ইনস্টাগ্রাম এবং টিকটকে কন্টেন্ট তৈরি করেন তিনি।

তবে তার এমন পরিবর্তন নিয়ে সন্ধিহান নেটিজেনদের একটি বড় অংশ। কেউ কেউ মনে করছেন এসব সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা ছাড়া কিছুই নয়।

সমালোচকদের অবশ্য একহাত নিয়েছেন প্রাক্তন পর্ন তারকা। একটি ভিডিও করে দাবি করেছেন, ‘আমি মৃত্যুর পর জান্নাত যাব কি না, অথবা আমার পাপ ক্ষমার যোগ্য কি না, সেটা তোমাদের জানার বিষয় নয়। তোমরা নিজেদের সঙ্গে আল্লার সম্পর্কের উপর নজর দাও। আমি আমারটা বুঝে নেব, তোমাদের মাথা ঘামাতে হবে না।’

সূত্র- টরন্টো সান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *