ViralNews24

ViralNews24

পাকিস্তানের বিপক্ষে দারুণ জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

মিরপুরে টস জিতে লিটন দাসের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত যথার্থই প্রমাণ করেছেন বাংলাদেশের বোলাররা। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে প্রতিপক্ষ পাকিস্তানকে ১১০ রানে অলআউট করে। এরপর ইমনের ৫৬ রানের ইনিংসে ৭ উইকেটের দুর্দান্ত এক জয় পায় বাংলাদেশ। এতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রইল বাংলাদেশ।

পাকিস্তান বোলিংয়ে এলে শুরুতেই দুই উইকেট হারায় বাংলাদেশ। এতে শুরুতে কিছুটা চাপে পড়লেও ইমনের ব্যাটে সেটি সামলে নেয় ব্যাটাররা।

আজ ইনিংসের শুরুর ওভারেই দুর্দান্ত এক সুযোগ পায় বাংলাদেশ। তবে শেখ মেহেদী সুযোগ এনে দিলেও পাকিস্তানের ওপেনার ফখর জামানের সহজ ক্যাচটি লুফে নিতে পারেননি তাসকিন আহমেদ।

পাকিস্তানের আরেক ওপেনার সাইম আইয়ুবকে (৬) নিজের প্রথম ওভারেই আউট করেন তাসকিন। তার সঙ্গে পরে উইকেট উৎসবে যোগ দেন অন্যরাও। এতে দলীয় ৪৬ রানেই ৫ উইকেট হারায় পাকিস্তান।

অবশ্য ম্যাচে দুইবার জীবন পাওয়া ফখর তখনো এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন। সেই কাঁটা দলীয় ৭০ রানের সময় সরানো সম্ভব হয় রান আউটের ফাঁদে, তাসকিন-লিটনের যুগলবন্দিতে। এতে ৬ চার ও ১ ছক্কায় ব্যক্তিগত ৪৪ রানে ড্রেসিংরুমের পথ ধরেন পাকিস্তানের ওপেনার।

তবে শেষ দিকে ছোট ছোট দুটি ইনিংসে পাকিস্তানকে ১১০ রানের সংগ্রহ এনে দেন খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদি। খুশদিলের ১৭ রানের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রানের ইনিংস খেলেন আব্বাস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন তাসকিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *