ViralNews24

ViralNews24

সেই আনিসা পরীক্ষায় অংশ নেবে রোববার

গত বৃহস্পতিবার এইচএসসির প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা দিতে পরেন না ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী আনিসা আরিফা। মায়ের অসুস্থতার জন্য পরীক্ষা দিতে পারেননি তিনি। আগামীকাল রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশ নেবেন। এ তথ্যকে জানিয়েছে আনিসা। একই তথ্য জানিয়েছে তার মা ও কলেজের অধ্যক্ষ।

শনিবার (২৮ জুন) বিকেলে আনিসার মা মুসলিমা আহমেদ সুবর্ণা গণমাধ্যমকে বলেন, আমি আগের চেয়ে অনেকটা সুস্থ। আমার মেয়ে আগামীকাল পরীক্ষায় অংশগ্রহণ করবে। সেজন্য সে প্রস্তুতি নিচ্ছে।

এর আগে সকালে আনিসা বলেন, আমি আগামীকাল পরীক্ষায় অংশগ্রহণ করতে প্রস্তুতি নিচ্ছি। একই তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান।

তিনি জানান, আনিসার বাসায় কলেজের সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক কামরুল ইসলামকে পাঠানো হয়েছিল। তিনি খোঁজ-খবর নিয়ে জেনেছেন যে, আনিসার মা এখন সুস্থ আছেন। যখন শিক্ষক গিয়েছিলেন, আনিসার মা তখন ঘুমাচ্ছিলেন, তাই তাকে জাগিয়ে কথা বলা হয়নি।

আনিসার মাকে বলেন, আমি সেদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ি। এরপর কি হয়েছে সেগুলো আমি বলতে পারব না। চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাত ৮টায় বাসায় ফিরি। তাকে রাজধানীর মিরপুরে ১৩ নম্বরে একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

অধ্যক্ষ বলেন, আমরা ওই ছাত্রীর সঙ্গে কথা বলেছি। সে জানিয়েছে, আগামীকালের পরীক্ষায় সে যথারীতি অংশ নেবে। পরবর্তী সব পরীক্ষায়ও সে যথাসময়ে কেন্দ্রে গিয়ে অংশ নেবে।

ঘটনার পর শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ড থেকে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কি না জানতে চাইলে

অধ্যক্ষ আরও বলেন, ঘটনার পর ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছিল। চেয়ারম্যান জানিয়েছেন, শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষা বোর্ডে যোগাযোগ করে বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনার নির্দেশনা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *