ViralNews24

ViralNews24

বয়স আটকাতে ‘অ্যান্টি এজিং’ চিকিৎসা চলছিল শেফালীর, নিচ্ছিলেন ইঞ্জেকশনও!

শোক আর বিস্ময়ের এক অদ্ভুত সময়ে দাঁড়িয়ে বলিউড। ‘কাঁটা লাগা গার্ল’ খ্যাত অভিনেত্রী শেফালী জারিওয়ালার মৃত্যুতে হতবাক সকালেই।

শুক্রবার গভীর রাতে আচমকাই মৃত্যু হয় অভিনেত্রীর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ‘অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট’ নিচ্ছিলেন শেফালী। যদিও তার মৃত্যুর নেপথ্যে এই কারণ রয়েছে কিনা তা নিশ্চিত নয়।

শেফালীর ঘনিষ্ঠ সূত্রের খবর, গত পাঁচ-ছয় বছর ধরেই তিনি অ্যান্টি-এজিং চিকিৎসা করাচ্ছিলেন। মূলত ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানো আর বয়স কম দেখানোর জন্যই নেওয়া হয় এই চিকিৎসা।

সূত্র জানাচ্ছে, সেই চিকিৎসায় নিয়মিত দেওয়া হত ভিটামিন সি আর গ্লুটাথিওন ইনজেকশন। গ্লুটাথিওন মূলত ডিটক্সিফিকেশন এবং স্কিন ফেয়ারনেসের (ত্বক ফরসা) জন্য ব্যবহৃত হয়।

চিকিৎসকের কথায়, ‘‘এই ওষুধ সরাসরি হার্টের ক্ষতি করে, এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। এটা কসমেটিক চিকিৎসা। মৃত্যুর কারণ এই চিকিৎসা কিনা, সেটা নিশ্চিত হবে ফরেনসিক রিপোর্টে।’’

এর আগে শুক্রবার গভীর রাতে মুম্বাইয়ের বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন শেফালী। স্বামী পরাগ তাকে দ্রুত নিয়ে যান বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ।

রাত ১১টা ১৫ মিনিট নাগাদ হাসপাতালে পৌঁছনোর পরই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মুম্বাই পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

উল্লেখ্য, ২০০২ সালের ভাইরাল মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ দিয়েই রাতারাতি তারকা হয়েছিলেন শেফালী। এর পর ‘মুঝসে শাদি করোগি’ ছবিতেও দেখা যায় তাকে। পরে ডান্স রিয়্যালিটি শো ‘নচ বালিয়ে’-তে স্বামী পরাগের সঙ্গে অংশ নেন। আর ‘বিগ বস ১৩’-এ অংশ নিয়ে ফের চর্চায় উঠে আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *