ViralNews24

ViralNews24

অজগরের পেটে পাওয়া গেল নিখোঁজ কৃষককে

গত শুক্রবার বাগানে যাওয়ার পথে নিখোঁজ হন এক কৃষক। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। গতকাল রোববার ওই কৃষকের মরদেহ উদ্ধার করা ৮ মিটার লম্বা একটি অজগরের পেট থেকে। এমন ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির সাউথ বুটন জেলায়।

স্থানীয় সংবাদ সংস্থা অন্তারা জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে মাজাপাহিত গ্রামে ওই কৃষকের মরদেহ পাওয়া যায়।

সাউথ বুটনের আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিপিবিডি) জরুরি ও সরবরাহ বিভাগের প্রধান লাওড রিসাওয়াল বলেন, স্থানীয় বাসিন্দারা সাপের পেট থেকে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, বাগানে একটি বিশাল অজগরকে ছটফট করতে দেখে তাঁদের সন্দেহ হয়। তারা ধারণা করেন সাপটি কিছু বড় কিছু গিলে ফেলেছে। পরে সাপটিকে মেরে ফেলার পর যখন কাটা হয়, তখন ভেতর থেকে কৃষকের মরদেহ বেরিয়ে আসে। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁর মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

রিসাওয়াল আরও জানান, এটাই প্রথমবার সাউথ বুটন এলাকায় কোনো মানুষ অজগরের পেটে পাওয়া গেল। তবে, বর্ষা মৌসুমে এই জেলার গ্রামে প্রায়ই সাপ দেখা যায় এবং সেগুলো গবাদি পশুর ওপর হামলা চালায়।

গ্রাম পর্যবেক্ষণ কর্মকর্তা সার্জেন্ট দিরমান জানান, কৃষকের পরিবার নিখোঁজ ডায়েরি করেছিল, কারণ তিনি বাগান থেকে আর ফিরে আসেননি। খোঁজ করতে গিয়ে তারা রাস্তার পাশে কৃষকের মোটরসাইকেলটি দেখতে পান। এরপর আরও খোঁজাখুঁজির পর তারা সাপটিকে খুঁজে পান, যা দেখে তাঁদের সন্দেহ হয়। পরে সাপটিকে হত্যা করে কেটে ফেললে কৃষকের মরদেহ পাওয়া যায়।

এ ঘটনা যদিও ভয়াবহ ও বিরল, তবে নজিরবিহীন নয়। ২০১৭ সালের মার্চ মাসে ইন্দোনেশিয়ার সুলাওয়েসির সালুবিরো গ্রামে ৭ মিটার লম্বা একটি অজগরের পেট থেকে ২৫ বছর বয়সী কৃষক আকবরের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *