ইসলামি প্রজাতন্ত্র ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে পাশে থাকার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়া পরমাণু অস্ত্র বিস্তারের বিপক্ষে এবং ইরানের সম্ভাব্য অস্ত্রায়নের বিরুদ্ধেও মস্কো কঠোর অবস্থানে রয়েছে। তবে তাদের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে আমরা পাশে আছি।
আজ শনিবার (২১ জুন) স্কাই নিউজ আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
পুতিন বলেছেন, ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তি ব্যবহার করতে পারবে। তাদের এই অধিকারকে মস্কো সমর্থন করে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) এখনো এমন কোনো প্রমাণ পায়নি যা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে ইঙ্গিত দেয়।
তিনি আরও বলেন, ইরানে পরমাণু অস্ত্র নিষিদ্ধ করে জারি করা আদেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ইরানের অবস্থানকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে।
পুতিন জানান, রাশিয়া ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিতে সহায়তা করতে প্রস্তুত।
এ দিকে গত ১৩ জুন থেকে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘর্ষ চলে আসছে। ইসরায়েল ইরানের একাধিক সামরিক ও পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়, যার প্রতিক্রিয়ায় তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৫ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে।
অন্য দিকে ইরানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইসরায়েলি হামলায় ইরানে ৬৩৯ জন নিহত ও এক হাজার তিনশ জনের বেশি মানুষ আহত হন।
সূত্র: আনাদোলু এজেন্সি
Leave a Reply